বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

গুইমারায় গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি 

গুইমারায় গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 

খাগড়াছড়ি জেলার গুইমারা থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ চার মাদক কারবারিকে  গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

গত শুত্রুবার রাতে জেলায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে থানার একটি চৌকস দল গুইমারা থানা এলাকায় মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে থানার হাফছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাতাছড়া বাঙ্গালি পাড়া এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়কালে আসামি- রেপ্রুচাই মার্মা, মো. সোহাগ, মো.সুমন, চাইলাপ্রু মার্মাসহ চার মাদক কারবারিকে ১ কেজি  ৫৮০ গ্রাম গাঁজা ও ১২ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক যথাসময়ে আদালতে সোপর্দ করা হবে। খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিতের লক্ষ্যে মাদক ও চোরাকারবারিদের দৌরাত্ম্য রুখে দিতে জেলার প্রতিটি থানা এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। জেলা পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

টিএইচ